বান্দরবানে কৃষকলীগের আয়োজনে বৃক্ষরোপন, চারা বিতরণ ও আলোচনা সভা
রশিদ আহামদ, নিজস্ব প্রতিবেদক :
বান্দরবান : ২৭ আগস্ট (শনিবার) বিকেলে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ এর আয়োজনে এই বৃক্ষরোপন, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
জেলা কৃষকলীগ এর সাধারণ সম্পাদক মো.সেলিম রেজা এর সঞ্চালনায় প্রজ্ঞাসার বড়ুয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে সবাই শান্তিতে আছে, আর বিএনপির আমলে দেশের জনসাধারন শুধু কষ্ট ভোগ করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে কৃষকলীগ এর আয়োজনে বৃক্ষরোপন, চারা বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য এলাকার জন্য পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রচুর শ্রম দিয়ে যাচ্ছে। আর তার কারণেই পাহাড়ের উন্নয়ন অব্যাহত রয়েছে, তাই আগামী নির্বাচনে ৭ম বারের মত বান্দরবান থেকে আমরা বীর বাহাদুরকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবো।
মৈত্রী/এফকেএ/এএ