ভুরুঙ্গামারীতে জ্বালানী ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আবু মুসা, ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আয়োজনে তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট রবিবার দুপুরে উপজেলার কলেজ মোড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা।

এর আগে উপজেলা পর্যায়ের নেতাদের নেতৃত্বে ১০ ইউনিয়নের নেতা কর্মীরা সমন্বিত হয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা শিশু বিষয়ক সম্পাদক মারুফ হাসান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কাজী গোলাম মুস্তফা। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার, সৈকত, কাজী নিজাম, রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, আওয়ামীগ সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। তেল, গ্যাস, জ্বালানী এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে কষ্টে আছে সাধারণ মানুষ। তাই এই অবৈধ সরকারকে আর সময় দেয়া যাবে না। এসময় সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: