বান্দরবানে খামার ব্যবস্থাপনা বিষয়ক ‘খামারি বৈঠক’ অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনধি :

বান্দরবান : নাহার এগ্রো গ্রুপ এর আয়োজনে খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি বৈঠক অনুষ্ঠিত হয়। ১২সেপ্টেম্বর সোমবার বান্দরবানের গ্র্যান্ড ভ্যালী’র হল রুমে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত খামার ব্যবস্থাপনা বিষয়ক “খামারি বৈঠক” প্রোগ্রাম এর আয়োজন করা হয়।

খামারি বৈঠক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপ এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডাঃ এরশাদুল ইসলাম মামুন, তাহসিনা পোল্ট্রি ফিড এন্ড চিকস্ সেন্টারের সত্ত্বাধিকারী ও নাহার এগ্রো এর বান্দরবানের ডিলার মো. আবু তৈয়ব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে “খামারী বৈঠক” প্রোগ্রামে খামারের আকার, কোন খামারে কত গুলো মুরগি সংকুল, মুরগির জন্য কি পরিমাণ খাদ্যের পাত্র, পানির পাত্র, সুস্থ বাচ্চা, ভালো মানের খাদ্য সহ খামারের বিভিন্ন বিষয়ে মাল্টিমিডিয়ায় পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন কক্সবাজার এরিয়া ম্যানেজার মো. আব্দুস সোবহান, লোহাগড়া এসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইকরাম হোসাইন, সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ ডাঃ নুরুজ্জামান সরকার, টেকনিক্যাল এক্সিকিউটিভ ডাঃ তৌহিদুল ইসলাম, সাংবাদিক মুহাম্মাদ আলী, বান্দরবান জেলা পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি মো. তাহের টিপু, সহ-সভাপতি মো. আব্বাস উদ্দিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব, সহ-সাধারণসম্পাদক মো. সেলিম, অর্থ সম্পাদক মো. আব্দুল মতিন, সাংগঠনিক মো. গিয়াস উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক মো. মমিন উল্লাহ রাসেলের প্রতিনিধি, নির্বাহী সদস্য এস এম তারেক, নির্বাহী সদস্য মো. ইউসুফ মিয়া, নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম, মো. ছৈয়দ ফকির, মো. তারেক, বাসু কান্তি দে প্রমুখ। খামার ব্যবস্থাপনা বিষয়ক “খামারি বৈঠক” অনুষ্ঠানকে ঘিরে সেই মুর্হুতে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এবং খামারীরা গুরুত্বপূর্ণ অনেক অজানা বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: