জেলা পরিষদের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন আর কে মুক্তা
নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের সর্বসাধারণের মানুষের সেবা করতে নড়াইল জেলা পরিষদের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি ও লোহাগড়া উপজেলা কৃষক লীগের সদস্য এবং ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আর কে মুক্তা।
আজ বুধবার নড়াইল নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন আর কে মুক্তা।
বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আর কে মুক্তা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা নির্দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে উন্নত সমৃদ্ধ অসম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ে তোলার লক্ষে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ছাত্র জীবন থেকেই সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। নড়াইল জেলা পরিষদের সদস্যপদে বিজয়ী হলে আমি নড়াইল সদরের ৮ টি ইউনিয়ন ও লোহাগড়া উপজেলা ১২ টি ইউনিয়নের সাধারণ মানুষ তথা এলাকাবাসীর উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করবো এবং এর ধারাবাহিকতা চলমান রাখবো।
এলাকাবাসী আর কে মুক্তার কাজের প্রশংসা করে উল্লেখ করেন, আর কে মুক্তা জনসাধারণের যেকোন প্রয়োজনে সবসময় পাশে থেকেছেন। হতদরিদ্র কৃষকদের ভাগ্য উন্নয়নে তার উদ্যোগ বরাবরের মতোই প্রশংসিত। তিনি নড়াইল জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে আমরা উপকৃত হবো। আমরা তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। মনোনয়ন বাছাই তারিখ ১৮ সেপ্টেম্বর। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের দায়ের দিন ১৯ ও ২১ সেপ্টেম্বর। আপিল নিস্পত্তি ২২ ও ২৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্ধ ২৬ সেপ্টেম্বর। ১৭ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
মৈত্রী/ এফকেএ/ এএ