রুমায় সেনাবাহিনী চিরন্তন আটাশের-১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

অংবাচিং মারমা, রুমা (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবান : রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী চিরন্তন আটাশের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সকালে রুমা জোনে বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান শুরুতে গত ২রা ফেব্রুয়ারী বথি পাড়ায় সন্ত্রাসীদের হামলায় ওয়ারেন্ট অফিসার শহিদ হাবিবুর রহমান স্মরনে স্মৃতিফলক উন্মোচন করেন। এসময় নিহত পরিবারের খোঁজ খবর নেন তিনি।

এসময় তিনি বলেন, ২রা ডিসেম্বর ১৯৯৭ সালে যে শান্তি চুক্তি সাক্ষরিত হয়েছে, সেই শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন করা হবে। আমরা দীর্ঘ স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবো। শান্তি প্রতিষ্ঠার জন্য পাহাড়ের জনগণের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সফল হাওয়া সম্ভব নয়। আপনাদের সাহসীকতায় আমাদের সাহস বাড়িয়ে দেয়।

এরপর রুমা জোন মাল্টরপারপাস হল রুমে চিরন্তন আটাশের ১৭তম প্রতিষ্ঠা বাষীকি অনুষ্ঠান ও প্রতিভোজ করা হয়।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেঃ কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল পিএসসি, বান্দরবার সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোকাদুল হাসান, পিএসসি, ৩১বীর আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির, ৯ বিজিবির রুমা জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ মোহাম্মদ আজিজুল শহীদ, এএসইউ কমান্ডার লেঃ কর্ণেল মকিব উদ্দিন পিএসসি, রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন শিবলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, রুমা থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মার্মা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম, গ্যালেংগা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো, মৌজা হ্যাডম্যান, মেম্বার ও পাড়ার কারবারি প্রমুখ।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: