বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির যুব সমাবেশ অনুষ্ঠিত
মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবান : রেডক্রিসেন্ট ইউনিট এর আয়োজনে বাংলাদেশ কারিতাসের সক্ষমতা প্রকল্পের সহযোগিতায় মধ্যে বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটি যুব সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রেডক্রিসেন্ট সোসাইটি যুব সমাবেশ উপলক্ষে ১৭সেপ্টেম্বর শনিবার সকালে বান্দরবান রাজার মাঠ হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অরুণ সারকী টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালীতে প্ল্যাকেড হাতে নিয়ে এসময় যুব রেড ক্রিসেন্টের সদস্য সহ ইউনিট কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন স্কুলের শির্ক্ষাথীরা অংশ নেয়। র্যালীতে শেষে অরুণ সার্কী টাউন হলে এক আলোচনাসভা অনুষ্টিত হয় ।
যুব সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান
ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে ও বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ এর সঞ্চালনায় যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন,বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী, কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, যুব ও সেচ্ছাসেবক বিভাগের পরিচালক মোঃ মিজানুর রহমান, কারিতাস বাংলাদেশ এর আঞ্চলিক পরিচালক রিমি সুভাষ দাশ,বান্দরবান কারিতাস কর্মকর্তা রুপনা দাশ,বান্দরবান সক্ষমতা প্রকল্পের কর্মকর্তা প্রিয়াঙ্কা নাগ,বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার মো: মোশারফ হোসেন, রেডক্রিসেন্ট সোসাইটির আব্দুর রহমান, রেডক্রিসেন্টে সোসাইটি বান্দরবান ইউনিট এর যুব প্রধান মনিরুল ইসলাম,সাবেক যুব প্রধান নাজমুল হাসান বাবলু, আবুল কালাম,মোমেন চৌধুরী, যুব সেচ্ছাসেবক মেহেদী হাসান, যুব সেচ্ছাসেবক মোঃ নাজমুল, যুব সেচ্ছাসেবী ভার্সন পারী বম প্রমুখ।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি যুব সেচ্ছাসেবীরা তাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে মানব সেবার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পার্তব্য মন্ত্রী বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি যুব সেচ্ছাসেবী কোন কিছু চাইনা, তাই তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তাদেরকে মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত একটি করে সনদ দেওয়ার প্রস্তাব রাখেন। আর সম্ভব হলে দুর্গম এলাকায় দ্রুত সাহায্য সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য বান্দরবান ইউনিটকে একটি গাড়ি দেওয়ার প্রস্তাব রাখেন। এই সংস্থা বিভিন্ন দুর্যোগকালীন মর্হুতে জনগণের পাশে গিয়ে দাড়াঁয়, বিপদের বন্ধু হিসেবে দিনের পর দিন রেডক্রিসেন্টের কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা রাখছে।
মৈত্রী/এফকেএ/এএ