বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :
বান্দরবান : দুই বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় শফিউল আলম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেইসাথে তাকে এক লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামী শফিউল আলম আদালতে উপস্থিত ছিলেন।
২৫ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।
জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী কর্মকর্তা মো.মাইনুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগটি সত্য প্রমান হওয়ার কারণে আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
অপরদিকে, আসামী পক্ষে আইনজীবী এডভোকেট মোঃ শাহানেওয়াজ বলেন, এ রায় আমরা সন্তুষ্টি নয়। আদালত একতরফা ভাবে রায় ঘোষণা করা হয়েছে। এই মামলাটির বাদী, আসামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, শফিউল আলম ২০২১ সালের ২১ফেব্রুয়ারি দুই বছর বয়সী এক শিশুকে নিজের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। এতে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শফিউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় পুলিশ আসামি শফিউলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে শফিউলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
মৈত্রী/এফকেএ/এএ