লামায় বিদ্যুৎ স্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
বান্দরবান : জেলার লামা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লাইনম্যান মো. সাহাব উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের মিরিঞ্জা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সাহাব উদ্দিন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নারারকুল গ্রামের বাসিন্দা।
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে সাহাব উদ্দিন লামা-ফাঁসিয়াখালী সড়কে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে যান। এ সময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সাথে সাথে তাকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলার ম্যাক্স হসপিটালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন। দীর্ঘ বছর ধরে লামা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে লাইনম্যান পদে কর্মরত রাজস্ব খাতের একজন স্টাফ ছিলেন সাহাব উদ্দিন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাইনম্যান সাহাব উদ্দিনের মুত্যৃর খবর শুনেছি। তবে অফিসিয়ালি এখনো জানানো হয়নি। জানানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৈত্রী/এফকেএ/এএ