লামায় পর্যটনের নতুন সংযোজন নয়মাভিরাম ভিউপয়েন্ট ‘কিছুক্ষণ’
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
বান্দরবান : গত কযেক বছরে বান্দরবান জেলার লামা উপজেলায় যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা সহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন কাজ বাস্তবায়নের ফলে অনেক এগিয়ে গেছে। কিন্তু ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও পর্যটনের ক্ষেত্রে এখনো অনেক পিঁছিয়ে রয়েছে উপজেলাটি। সরকারী কিংবা বেসরকারী, কোনভাইে গড়ে উঠছে না পর্যটন স্পট। এদিক চিন্তা করে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার লামা-ফাঁসিয়াখালী সড়কের মিরিঞ্জার টপের একটু নিচে ভিউপয়েন্টে ‘কিছুক্ষণ’ নামের একটি পর্যটন স্পট তৈরির পরিকল্পনা করেন। এ স্পটটির দুই পাশে আঁকা বাঁকা ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়ক, পূর্বপাশে সবুজ পাহাড় আর লামা শহর সহ নয়মাভিরাম দৃশ্য। যার ছোঁয়ায় জুড়িয়ে যাবে যে কোন পর্যটকের মন প্রাণ।
অবশেষে মঙ্গলবার দুপুরে (১ নভেম্বর)-এ নয়মাভিরাম ভিউপয়েন্টের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তিনি বলেন, ভিউপয়েন্ট ‘কিছুক্ষণ’ উপজেলার পর্যটন শিল্পের নতুন সংযোজন। ভিত্তিপ্রস্থর স্থাপনকালে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেন ও ছাচিংপ্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি উপজেলা সদর ইউনিয়নের নুনারজিরির আগায় সবুজের গা’য় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে ‘অনন্য রিসোর্ট’ নামের একটি পর্যটন স্পট।
এ বিষয়ে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, পর্যটন স্পট ‘কিছুক্ষণ’ ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে লামা, আলীকদম ও চকরিয়া উপজেলার মানুষগুলোর সুযোগ হয়েছে যান্ত্রিক ক্লান্তি দূর করতে আপনজনকে নিয়ে একটু নিরিবিলি সময় কাটানোর। আশাকরি এটি উপজেলার সম্ভাবনাময় পর্যটন সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যাবে।
মৈত্রী/এফকেএ/এএ