বান্দরবানে জাতীয় যুব দিবস পালিত

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান : “প্রশিক্ষিত যুবক, উন্নত দেশে,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের এর যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস -২০২২ উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ, সনদ পত্র বিতরণ ও যুব পুরস্কার প্রদান অনুষ্ঠান ১অক্টোবর সকালে বান্দরবান ক্ষৃদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের কনভেনিং কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ক্য নে ওয়ান চাক, জেলা পরিষদের সদস্য বিশিষ্ট কবি লেখক সিং ইয়ং ম্রো, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, যুব উন্নয়নের সিনিয়র অফিসার ইকবাল কাউসার, সাংবাদিক মুহাম্মাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু। যুব সংগঠক হিসেবে সনদ গ্রহণ করেন, বান্দরবান টুয়েন্টি টুয়েন্টি যুব সমিতির সভাপতি ইউ.টি.মং, সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ মেহেদী হাসান, বটথলী যুব কল্যান সংগঠনের সভাপতি হোসেন মোঃ রিয়াদ। তরুণ উদ্যোক্তা হিসেবে যারা ঋণের চেক পেয়েছেন মাবাবার দোয়া কম্পিউটার সেন্টার এর স্বত্বাধিকারী ছাত্র নেতা মোঃ রফিকুল ইসলাম সিয়াম, লাল খিয়াং লিম বম, শৈখিং মারমা, চমিং প্রু মারমা, শারমিন আক্তার,আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে দশ জন উদ্যোক্তাদের মাঝে ৫ লক্ষ ৭০হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “প্রশিক্ষিত যুবক, উন্নত দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশ” আমাদের যুব সমাজক প্রশিক্ষিত হয়ে চাকরির পেছনে না ঘুরে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা উচিত। প্রধান অতিথি ওস্তাদ ক্য শৈ হ্লা বলেন, “ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল” যুবকদের পড়া লেখার পাশাপাশি খেলা ধূলোর মনোযোগী হওয়ার কোন বিকল্প নেই, এক মাত্র খেলা ধূলোয় পাড়ে মাদক মুক্ত যুব সমাজ গড়তে,এখন যৌবন যার যোদ্ধে যাবার সময় তার। সভাপতির বক্তব্যে বলেন আজ জাতীয় যুব দিবস প্রতি বছরের ন্যায় ১ নভেম্বর এই দিবস পালন করা হয়। দিবস উপলক্ষে ভোর সাড়ে ৬টায় আমাদের নিবন্ধিত বিভিন্ন ক্লাব এর মাধ্যমে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

যথাক্রমে রিভারভিউ যুব কল্যাণ পরিষদ বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়,এবং বাজার এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করে, সুয়ালক সুপার স্টার ক্লাব ও জাদী তং ক্লাব তাদের আশে পাশে এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন করেন, পৌরসভার মাধ্যমে সদর হাসপাতাল ও আশেপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

সদর হাসপাতালে রক্ত দান কর্মসূচি পালন করা হয়। বিকাল ৩টায় উজানি পাড়া চৌরাস্তার মূড়ে সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক বিরোধী গণ সচেতনতা মূলক সভার আয়োজন করা হয়। জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ, সনদ বিতরণ, সফল উদ্যক্তা ও অতিথিদের সম্মাননা স্মারক/ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে সভাপতি উপস্থিত সকল কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: