লামায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে মহিলা সমাবেশ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবান : তথ্য অফিস লামার আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার জনাব মো. মোস্তফা জাবেদ কায়সার। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, সমবায় অফিসার আয়মন আরা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ- আমার বাড়ী আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সকল সেবা প্রাপ্তি এবং সম্পৃক্ত থাকার বিষয়ে উপস্থিত সকলকে অনুরোধও জানান বক্তারা।

এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বিশেষ উদ্যোগ নিয়ে কার্যক্রমের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় বলে জানান সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। সমাবেশে দেড় শতাধিক নারী অংশ গ্রহণ করেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: