ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। বৃহস্পতিবার উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের খয়বর মোড় এলাকা থেকে এসব শাড়ী আটক করা হয়। অপরদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি জানায়, লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ বাগভান্ডার বিজিবি ক্যাম্পের একটি টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের খয়বর মোড় এলাকা থেকে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী আটক করে। এছাড়া এসময় শাড়ী পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক, দু’টি সাউন্ড বক্স, একটি ইয়ামাহা মিক্সিং কনসল ও একটি পিকে এমপ্লিফায়ার আটক করা হয়।

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম (পিএসসি) জানান, আটককৃত শাড়ী সহ অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। কাস্টমস অফিসে শাড়িগুলো জমা হওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ জব্দকৃত শাড়ীগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করবেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: