টানা ১২ বছর ধরে শীর্ষ করদাতার তালিকায় মেটলাইফ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ড (এন বি আর) এবছরেও মেটলাইফ বাংলাদেশকে ২০২১ – ২০২২ কর বছরের জন্য শীর্ষ করদাতা সংস্থাগুলির মধ্যে একটি হিসাবে নামকরণ করেছে। এ নিয়ে ১২তম বছরের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করলো মেটলাইফ। মেটলাইফ বাংলাদেশই একমাত্র বীমা কোম্পানি যা এই শীর্ষ করদাতার স্বীকৃতি পেয়েছে।

দেশের অর্থনীতিতে কর হিসেবে ২৮১ কোটি টাকারও বেশি অবদানের জন্য মেটলাইফ বাংলাদেশকে “অন্যান্য ক্যাটাগরি (কোম্পানি)”-তে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

মেটলাইফ বাংলাদেশের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিনান্সিয়াল অফিসার, আলা উদ্দিন পুরস্কার গ্রহণ করেন।

শীর্ষ করদাতাদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন; এবং সিনিয়র সচিব,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মেটলাইফ বাংলাদেশের ১ মিলিয়নেরও বেশি ব্যক্তিগত গ্রাহক এবং ৮০০ টিরও বেশি সংস্থাকে আন্তর্জাতিক মানের জীবন বীমা সেবা প্রদান করে চলেছে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: