লামার দুর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয়েও বই উৎসব

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবান : জেলার লামা উপজেলার দূর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মতো এ বছরও ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বই বিতরনকে কেন্দ্র করে বছরের প্রথম দিন সকাল থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুচারণায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রধান অতিথি ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক উসুই ঞোয়াই মার্মা জয়, গজালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কুতুব উদ্দিন লিয়ন, নবাগত ইনচার্জ মুফিজুন আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মংক্যচিং মার্মা, অভিভাবক সদস্য নুরুল ইসলাম, লামা পৌরসভার মহিলা কাউন্সিলর শাকেরা বেগম প্রমূখ। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

বছরের প্রথম দিন নতুন বই’র গন্ধে উৎফুল্ল হয়ে উঠেছে কোমলমতি ছাত্র ছাত্রীরা। এদিকে একই দিন উপজেলার সব কটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বই বিতরন করা হয়। এসব বিদ্যালয়ে বিতরণ উদ্ভোধন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র জহিরুল ইসলাম ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: