বান্দরবানে টংকাবতিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী
বান্দরবান প্রতিনিধি :
বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ নং টংকাবতী ইউনিয়নে এম্পু পাড়া হতে কাইতং পাড়া পর্যন্ত ৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত ৫৫ লক্ষ টাকা ব্যায়ে চিম্বুক হেডম্যান পাড়া জুনিয়র হাই স্কুল নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
১১ই ফেব্রুয়ারী শনিবার সকালে বান্দরবান জেলার সদর উপজেলাধীন ৫ নং টংকাবতী ইউনিয়নে এ সকল উন্নয়ন মূলক কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও এম্পু পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের উদ্যোগে দুস্থদের মাঝে সোলার,স্প্রে মেশিন, কম্বল, ছাগল বিতরণ করা হয়।
পরবর্তীতে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক, ইয়াছমিন পারভিন তিবরীজি। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, ৫নং টংকাবতি চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ, টংকাবতি ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান ও টংকাবতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্লোকান ম্রো। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা,ইউনিয়ন সদস্য বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় দুঃস্থ ও শীতার্ত জনসাধারণের মাঝে ১০০ টি কম্বল, ২৪টি স্প্রে মেশিন,২৫০টি সোলার, ১২টি ছাগল বিতরণ করেন পার্বত্য মন্ত্রী।
মৈত্রী/এফকেএ/এএ