বান্দরবান ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বান্দরবানে প্রতিনিধি :

বান্দরবান : সদর উপজেলার ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা,ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য লুৎফুর রহমান উজ্জ্বল, কদুখোলা ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল আলম মেম্বার, ৮নং ভাগ্যকুল ইউপি সদস্য মোঃ রমজান আলী, প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান,ডা: এস.কে বড়ুয়া,সহ শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২৭ টি ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অতিথিরা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলা ধূলোর গুরুত্বপূর্ণ অপরিসীম, প্রধান অতিথি বান্দরবান ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে নিজস্ব ফান্ড হতে ৩ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: