ভূরুঙ্গামারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম : “নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী ” এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন এর আয়োজনে আজ বুধবার( ১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রগ্রামার রুবেল সরকার, বিআরডিবি কর্মকর্তা আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এটিএম শাহজাহান মানিক প্রমুখ।
বক্তারা আসছে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায় রাখার জন্য উপজেলা প্রশাসনকে বাজার মনিটরিং করা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলামসহ একটি প্রতিনিধি দল ভূরুঙ্গামারী বাজার মনিটরিং করেন।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ওজনের কারচুপি, পরিবেশ দূষণ ও মূল্য তালিকা না থাকার কারনে একটি মুরগির দোকানে ২০০০ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা ও নকল মোরকে পণ্য বিক্রির অপরাধে মেসার্স রুহুল ট্রেডার্স কে ৩০০০ টাকা জরিমানা করেন।
মৈত্রী/এফকেএ/এএ