রুমায় দুই নির্মাণশ্রমিককে অপহরণ

রশিদ আহমদ, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : রুমা থেকে ২ নির্মান শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠে‌ছে কু‌কি‌চিন ন‌্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরু‌দ্ধে।

শুক্রবার (৯জুন) ভোরে রুমার বগালেক এলাকায় এ ঘটনা ঘট‌লেও শ‌নিবার (১০জুন ) সকা‌লে বিষয়‌টি জানাজা‌নি হয়।

অপহৃতরা হলেন নির্মান শ্রমিক ইদ্রিস ও আওয়াল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে রুমা উপজেলার বগালেক এলাকা থেকে অস্ত্র দেখিয়ে জসিম, রিপন বড়ুয়া, ইদ্রিস ও আওয়াল নামে ৪ শ্রমিককে অপহরন করে নিয়ে যায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সন্ত্রাসীরা। পরে ঐদিন বিকালে জসিম ও রিপন বড়ুয়াকে ছেড়ে দিলেও ইদ্রিস ও আওয়ালকে তারা আটক করে রাখে।

এবিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ২ নির্মান শ্রমিককে অপহরনের খবর শুনেছি, তবে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ দেয়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছৈয়দ মাহবুবুল হক বলেন, শুক্রবার ভোরে রাস্তার নির্মাণ কাজের ৪ জন শ্রমিককে কেএনএফ অপহরন করে নিয়ে যায়। বিকালে ২ জনকে ছেড়ে দিলেও বাকী দুজন এখনো তাদের কাছে রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ই মার্চ নির্মাণ কাজের ঠিকাদার সার্জেন্ট আনোয়ারকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ এর সদস্যরা। ১৫ দিন পর তাকে মুক্তি দেয়া হয়।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *