পাহাড়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর অগাধ ভালবাসা ও আন্তরিকতা রয়েছে: পার্বত্য মন্ত্রী

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : পার্বত্য জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৭কোটি৭৭ লক্ষ ৫৩হাজারা টাকা ব্যয়ে বান্দরবান কেরানী হাট সড়ক (কেবি সড়ক) হতে দুর্গম কানাপাড় দাঁত ভাঙা পাড়া ৮ কিলোমিটার নতুন কার্পেটিং সড়ক ও বান্দরবান সদর উপজেলার ৩নং সদর ইউনিয়নে ৩কোটি ৮২ লক্ষ ২৯হাজার টাকা ব্যায়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২তলা রেইচা বাজার সেট শুভ উদ্ভোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা কথা বলেন।

১৭জুন সোমবার সকালে উন্নয়ন মূলক প্রকল্প গুলোর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ নাথ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোজাফফর,বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার, এলজিইডি সদর উপজেলা প্রধান প্রকৌশলী বি.এম মাহমুদুল হাসান, সহকারী প্রকৌশলী মোঃ আমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মনোনীত মেয়র প্রার্থী জননেতা মো: শামসুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা,৩নং বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা, জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যাসিং শৈ মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, বান্দরবান জেলার প্রথম শ্রেণির ঠিকাদার রাশেদ চৌধুরী, ঠিকাদার মইনু, ঠিকাদার রাজু বড়ুয়া, ঠিকাদার মো: সৌরভ, ঠিকাদার মো: আরিফ, ঠিকাদার মো: কামরুল হাসান বাচ্চু’সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পার্বত্য মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, পাহাড়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর অগাধ ভালবাসা ও আন্তরিকতা রয়েছে। দলমল নির্বিশেষে বিভক্তির উর্ধে থেকে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার ও আগামি জাতীয় নির্বাচনে আবারও নৌকা ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশসিং এমপি।

উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক চাকা ও ভাগ্য পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক ও অগাদ ভালবাসা রয়েছে বলেই আজ দুর্গম থানচি উপজলা স্বাস্থ্য , শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভা শেষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩নং বান্দরবান সদর ইউপির দরিদ্র অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *