ভূরুঙ্গামারীতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ব্যাপকহারে গবাদিপশুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। এতে খামারীরা দিশেহারা হয়ে পড়েছেন। অপরদিকে লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে বুধবার দুপুরে খামারী, পল্লী প্রাণি চিকিৎসক, ইমাম, জনপ্রতিনিধি, ওষুধ ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জনসচেতনতামূলক সভা করেছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুইদিনে উপজেলার প্রায় পঞ্চাশজন খামারী লাম্পি স্কিন রোগ আক্রান্ত পশুর চিকিৎসা নিয়েছে। একধরনের ভাইরাস, মশা-মাছি, আটালি ও ইনজেকশনের সুচের মাধ্যমে এ রোগ ছাড়াচ্ছে।

ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের মন্তাজ আলী বলেন, একটি বাছুরে সমস্ত শরীর গুটি গুটি হয়ে ফুলে গেছে। গলায় টিউমারের মত শক্ত হয়ে আছে।
তিলাই ইউনিয়নের আব্দুর রহিম বলেন, বড় ভাই সাইফুর রহমানের চারটি গরুর মধ্যে দুটি গরু লাম্পি রোগে আক্রান্ত হয়েছে।

লাম্পি স্কিন রোগের বিস্তার রোধের জনসচেতনতামূলক সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নরুন্নবী চৌধুরী, ভেটেরিনারি সার্জন হোসনে আরা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এনামুল হক, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উপজেলায় ব্যাপকহারে লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। লাম্পি স্কিন রোগের চিকিৎসায় পল্লী প্রাণি চিকিৎসকদের এন্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ ব্যবহারে বিরত থাকতে বলেন। খামারিদের খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। এছাড়া ওষুধ ব্যবসায়ীদের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করার আহ্বান জানান।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *