নতুন ৩ পন্য বাজারে ছাড়ার ঘোষনা দিল ক্যাসপারস্কি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
ঢাকা : বাংলাদেশের বাজারে নতুন ৩টি পন্য বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছে বিশ্বখ্যাত এন্টিভাইরাস প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি। ২২ জুলাই ২০২৩ তারিখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নতুন পন্যগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
ক্যাস্পারস্কি’র একমাত্র বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাস্পারস্কি সাউথ এশিয়া’র হেড অব কনজ্যুমার বিজনেস পুরুষত্বম ভাটিয়া, স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আলবেরুনী সুজন, হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন এবং ক্যাস্পারস্কি প্রোডাক্ট ম্যানেজার শফিউল আলম সোহাগ।
অনুষ্ঠানে ক্যাস্পারস্কি’র প্রতিনিধি পুরুষত্বম ভাটিয়া বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনে সাইবার ঝুঁকির পরিমানও বেড়েছে বহুগুনে। ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি থেকে ইউজারদের রক্ষা করতেই আমরা আমাদের সফটওয়্যারগুলোকে আরও বেশি শক্তিশালি করেছি।
ঘোষনা অনুযায়ী, আগস্ট থেকেই বাংলাদেশের বাজারে ক্যাম্পারস্কি স্ট্যান্ডার্ড, ক্যাস্পারস্কি প্লাস এবং ক্যাস্পারস্কি প্রিমিয়াম এই ৩টি পন্য পাওয়া যাবে বলে জানিয়েছেন স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ।
মৈত্রী/এফকেএ/এএ