পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দিলো বান্দরবান প্রেসক্লাব
মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবান : পুলিশ সুপার মো.তারিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বান্দরবান প্রেসক্লাব।
সোমবার ৩১জুলাই বেলা দেড়টায় বান্দরবান প্রেসক্লাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মন থেকে মুছে না যাওয়া পর্যন্ত কারো বিদায় হয়না। গত ১১মাস বান্দরবানে পুলিশ সুপাররের দ্বায়িত্ব পালন কালে সৌহার্দ্যপূর্ণ আচরণের কারনে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তাই সকলের অন্তর জুড়ে স্মৃতি হয়ে থাকবেন তিনি।
অতিথিরা আরও বলেন, পেশাদারীত্বের কারনে প্রায় প্রতিটি কর্মকর্তাকে স্থান পরিবর্তন করতে হয়। তবে বদলি জনিত কারনে সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী ও আন্তরিক এমন কর্মকর্তার অভাব অনুভব করবে পুরো বান্দরবানবাসী। পরিশেষে বিদায়ী পুলিশ সুপার তারিকুল ইসলামের ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা সারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. ছালাহ উদ্দিন, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গনি, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি নাসিরুল আলম, সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, প্রবীণ সাংবাদিক বীর মুক্তি যোদ্ধা এম এ হাকিম চৌধুরী, প্রবীণ সাংবাদিক মূছা ফারুকী, সিনিয়র সাংবাদিক মিলন চক্রবর্তী, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, সাংবাদিক কৌশিক দাশ, সাংবাদিক মুহাম্মদ আলী, সাংবাদিক রাহুল বড়ুয়া ছোটন প্রমুখ।
মৈত্রী/এফকেএ/এএ