ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে দোকান ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আঃ ছালাম(৩৫) নামের এক কাঠ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে এই দূর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ভেল্লীকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে নতুন হাট বাজারের একটি দোকান ঘরের টিন লাগাতে যায় কাঠ মিস্ত্রি আব্দুস ছালাম। এসময় ঘরের চালে উঠতে গেলে হঠাৎ বিদ্যূতের তারের স্পর্শ লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পাশের লোকজন তাকে আহত অবস্হায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওই রোগীর পরীক্ষা নীরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ওই রোগী হাসপাতালে আনার পথেই মৃত্য হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৈত্রী/এফকেএ/এএ