দুই পার্বত্য জেলার ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান : মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক আয়োজিত লিড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনায় বান্দরবান ও রাঙ্গামাটি জেলার সব ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ৫আগস্ট শনিবার হোটেল ডি’মোর কনফারেন্স হল বান্দরবানে দিনব্যাপী কর্মশালা হয়েছে।

কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো: আরিফুজ্জামান। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী কর্মশালায় ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য দেন। পূবালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম এর GM মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এই কর্মশালা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসাইন, DMD & CAMLCO, পূবালী ব্যাংক লিমিটেড,মোহাম্মদ মহসিন হোসাইনী, এডিশনাল ডাইরেক্টর, বিএফআইড (BFIU), শ্যাম সুন্দর বণিক, DCAMLCO & DH, AMLD, পূবালী ব্যাংক লিমিটেড,মোঃ আলতাব হোসেন, DGM & RM, পূবালী ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল, চট্টগ্রাম।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রোকন-উজ-জামান, জয়েন্ট ডাইরেক্টর, বিএফআইউ (BFIU),তরুণ তপন ত্রিপুরা, জয়েন্ট ডাইরেক্টর, বিএফআইউ (BFIU), এছাড়াও কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো প্রতিদিন বুদ্ধজ্যোতি চাকমা, আরটিভি প্রতিনিধি সাফায়ত হোসেন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি বাথিং মারমা, মাছ রাঙা টেলিভিশন প্রতিনিধি কৌশিক দাশ, ডেইলি ইন্ডাস্ট্রি বান্দরবান জেলা প্রতিনিধি মুহাম্মদ আলী, চ্যানেল ২৪ বান্দরবান জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম প্রমুখ।

কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে মো: আরিফুজ্জামান বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো এই পার্বত্য অঞ্চল যেহেতু একটা রেমিট্যান্স হাব, তাই এখানে ব্যাংকিং চ্যানেলে যেন বাংলাদেশে রেমিট্যান্স আসে এবং অন্যান্য যে ইস্যু আছে সেটার মাধ্যমে আমাদের দেশ থেকে ফরেন কারেন্সি কারো মাধ্যমে বাহিরে পাচার না হয়ে যায় মূলত সেটা বাস্তবায়নের জন্য এই কর্মশালা। সব রেমিট্যান্স যেন ব্যাংকিং চ্যানেলে আসে,মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ করার লক্ষ্যে এই কর্মশালা হয়েছে। প্রশিক্ষণ শেষে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *