সভাপতিত্ব করবেন জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই
জেলা পরিষদের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য উপদেষ্টা
আলাউদ্দিন আলিফ, বান্দরবান: পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন ও গর্ভবতী/ প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষে ২০ জুলাই রবিবার অনুদান বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানে জেলার সরকারি বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারাসহ সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন।
মৈত্রী/ এএ