সারজিসের বক্তব্যে নিন্দা জ্ঞাপন করেছে বান্দরবান প্রেসক্লাব সভাপতি
নিজস্ব প্রতিবেদক, দৈ.স.মৈ.: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বক্তব্যে ‘চাঁদাবাজদের বান্দরবান পাঠানো’ নিয়ে একটি বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান বাচ্চু। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় সার্জিস আলম বলেছেন, এই চাঁদাবাজদেরকে বান্দরবানে পাঠানোর দায়িত্ব আমাদের। মূলত এই লাইনের প্রতিবাদে ৭ জুলাই অনিল ভ্লগস থেকে একটি প্রতিবাদমূলক ভিডিও প্রচার করা হয়।
সারজিস আলমকে সাবধান করে অনিল ভ্লগসের পোস্টে লিখেন, কথায় কথায়… চাঁদাবাজ ও ঘুষখোরদের কেন বান্দরবানে পাঠানোর কথা বলেছেন?বান্দরবানবাসী… সবাই প্রতিবাদ করুন।
১৯ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পোস্টে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু লিখেন, বান্দরবান সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। বান্দরবানের চাকুরীজীবীরা অন্যান্য জেলার চাকুরীজীবীদের তুলনায় অসম্মানীয় বা অযোগ্য নয়। বান্দরবান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য নিন্দনীয়। এর প্রতিবাদ জানাই।
দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রেসক্লাব সভাপতি লিখেন, বান্দরবান সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। মনে রাখবেন এক সময় টিভিতে প্রচারিত “ওভার নাইট বান্দরবান পাঠাবো” এই বিজ্ঞাপনটি অগ্রহণযোগ্য বিবেচনায় এর প্রচারণা বন্ধ করা হয়েছে।
পোস্টটির কমেন্ট বক্সে মংটিং মার্মা নামে একজন মন্তব্য করেন, এটি বাস্তবতা বিবর্জিত,অসংলগ্ন এবং অপরিপক্ক মন্তব্য যা অগ্রহযোগ্য।
নিজের চাকরি জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী লিখেন, আমার চাকরি জীবনের প্রায় ২ বছর বান্দরবান পার্বত্য জেলায় কাটিয়েছি যা জীবনের অন্যতম স্বর্ণালী সময় মনে করি। অসাধারণ মানুষ আপনারা সবাই, অপরূপা সে প্রকৃতি। মহান আল্লাহর কাছে বান্দরবান পার্বত্য জেলা এবং জেলাবাসীদের জন্য সবসময় দোয়া।
সার্জিস আলমকে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে সবুজ দত্ত বাচ্চু লিখেন, বান্দরবান নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় সারজিস আলমকে বান্দরবানবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিৎ। প্রতিউত্তরে বাচ্চু লিখেন, ক্ষমা না চাইলে এনসিপি কে বয়কট করতে হবে।
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক লিখেন, এ বিষয়ে বান্দরবানের সাংবাদিকদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর সাধারণ জনগণকে তাদের নিজ নিজ জায়গা থেকে প্রচার প্রসারে ভূমিকা রাখতে হবে।
পুলিশ পরিদর্শক নুরুল আবসার লিখেন, বান্দরবান জেলা তো আমার প্রিয় জেলা ছিল। যতদিন বান্দরবান ছিলাম বান্দরবানের মানুষ, বান্দরবানের পরিবেশ অনেক ভালো ছিল। শোকর আলহামদুলিল্লাহ।
প্রেসক্লাবের সভাপতির দেয়া পোস্টটি ইতোমধ্যে বান্দরবানের সুশীল সমাজের মধ্যে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করেছে। শেয়ার হওয়া পোস্টটির মন্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু জাফর লিখেন, বান্দরবানে পোস্টেড হওয়া পাবলিক সার্ভেন্টদের প্রসিডিং এর টালি করলে বুঝা যেত।
মৈত্রী/ এএ