রাজনীতিশীর্ষ খবর

জাতীয় নির্বাচন পেছাতে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে- সাচিং প্রু জেরী

মৈত্রী প্রতিবেদক: বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দল সামান্য বাতাসে হেলে পড়ার মতো নয়। বিএনপিকে নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে অনেক ফাঁদ পাতা থাকে। এসব ফাঁদে পা দিলে চলবে না। জাতীয় নির্বাচন পেছাতে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের জবাব দিতে নেতাকর্মীদের বস্তুনিষ্ঠভাবে সত্য তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে।

কক্সবাজারে এক রাজনৈতিক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রবিবার ২০ জুলাই বিকেলে বান্দরবান বনফুল এলাকা হতে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণির সভাপতিত্বে সমাবেশে বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি সমাবেশে এসব কথা বলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার পর আমরা বান্দরবানবাসী শান্ত ছিলাম। আমরা শান্ত ছিলাম বলেই গতকাল এনসিপি বান্দরবানে জনসভা করতে পেরেছে। আমরা যদি আমাদের যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলকে সামান্য উস্কানি দিতাম তাহলে বান্দরবানে এনসিপির নেতাকর্মীরা আসতে পারতো না। তাই আমি আজ এই বিক্ষোভ মিছিল থেকে এনসিপি নেতাকর্মীদের জানাতে চাই এখনো সময় আছে আপনারা সংযত হয়ে যান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারে ১৯ জুলাই এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে যে মনগড়া, ভিত্তিহীন ও অশালীন মন্তব্য করেছেন তা অত্যন্দ নিন্দনীয়। সালাহউদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক রাজনীতিক, যিনি গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নিখোঁজ হওয়ার শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে এমন কটুক্তিমূলক বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এসময় বান্দরবান জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *