ডেঙ্গুতে মৃত্যুর হার শূন্যের কোঠায় আনা সম্ভব

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন ও মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, ডেঙ্গুতে আতঙ্কিত হবার কিছু নেই। এর চিকিৎসাও খুব সাধারণ। আক্রান্ত রোগীরা সময় মতো সঠিক চিকিৎসা নিলে সব ধরণের জটিলতা এড়ানো যায়।

মঙ্গলবার ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ‘ডেঙ্গু ইন স্পেশাল কেস : পেডিয়াট্রিক্স অ্যান্ড প্রেগন্যান্ট মাদার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তরা সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন না বলেই দুর্ঘটনাগুলো বেশি ঘটছে। মানুষ সচেতন থাকলে ডেঙ্গুতে মৃত্যুর হার শূন্যের কোঠায় আনা সম্ভব।

তবে শিশু, গর্ভবতী, বয়স্ক ব্যক্তি, কিডনি, হৃদরোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হলে অবশ্যই তাদের হাসপাতালে ভর্তি করা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. আব্দুল হাই চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *