দুই শতাধিক যাত্রীর সবাই অক্ষত!

আন্তর্জাতিক ডেস্ক :

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ভুট্টাক্ষেতে নামলো বিমান, দুই শতাধিক যাত্রীর সবাই অক্ষত! পাখির ঝাঁকের আক্রমণের মুখে পড়ে মস্কোর বিমানবন্দরের ঠিক বাইরে একটি ভুট্টা ক্ষেতে জরুরি অবতরণ করলো রুশ যাত্রীবাহী বিমান। ছবি: সিএনএন

পাখির ঝাঁকের আক্রমণের মুখে পড়ে মস্কোর বিমানবন্দরের ঠিক বাইরে একটি ভুট্টা ক্ষেতে জরুরি অবতরণ করলো রুশ যাত্রীবাহী বিমান। কিন্তু অলৌকিকভাবে এ ঘটনায় কেউই হতাহত হয়নি। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ইউরাল এয়ারলাইন্সের এয়ারবাসটি ২২৬ জন যাত্রী এবং ক্রু নিয়ে মস্কোর ঝুকভস্কি বিমানবন্দর থেকে ক্রিমিয়ান উপদ্বীপের শহর-সিম্ফেরপোলের উদ্দেশে যাত্রা করেছিলো। উড্ডয়নের ঠিক পরই এটি সমস্যায় পড়ল।

সংস্থাটির এক বিবৃতিতে আরও বলা হয়েছে, টেকঅফের খুব শীঘ্রই বিমানটি “গুল পাখির ঝাঁকের সাথে সংঘর্ষে পড়ে”। এর মধ্যে কয়েকটি পাখি এটির ইঞ্জিনে ঢুকে পড়ে।

পরে বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি মাঠে জরুরি অবতরণ করেন পাইলট।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ফ্লাইটির যাত্রীদের বিমান থেকে সরে এসে মাঠের মধ্য দিয়ে নিরাপদে যেতে দেখা যায়।

একটি ভিডিওতে, লম্বা সবুজ মাঠ দিয়ে হেঁটে আসা একজন মহিলা যাত্রীকে “দ্বিতীয় জন্ম” বলতে শোনা যায়। তিনি বলেন, বেঁচে থাকাটা অনেক ভাগ্যের ব্যপার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *