পাকিস্তান ক্রিকেট দলের নতুন কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ
স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
নতুন কোচ ও প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের উপরই আস্থা রাখলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়াও দলটির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। দুজনের চুক্তির মেয়াদ তিন বছর।
পিসিবি আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। শুরুতে শুধু কোচ হিসেবে বাছাই করলেও পরে প্রধান নির্বাচক হিসেবেও বেছে নেয়া হয় মিসবাহকে। তিনি দেশটির ছয়টি ফার্স্ট-ক্লাস ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড কোচদের নিয়ে গঠিত নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মিসবাহ ও ওয়াকার এর আগেও একসঙ্গে কাজ করেছেন। ২০১৪ সালের মে থেকে ২০১৬ সালের ও এপ্রিল পর্যন্ত সময়ে মিসবাহ ছিলেন পাকিস্তানের অধিনায়ক আর ওয়াকার ছিলেন হেড কোচ।