প্রতীক বরাদ্দের পরপরই সরগরম রংপুরে ভোটের মাঠ
স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নেমে পরেছে প্রতীক প্রার্থীরা। যার কারণে সরগরম হয়ে ওঠে ভোটের মাঠ। মঙ্গলবার সকাল ১১টা থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রার্থীরা সেখানে ভিড় জমান।
সকালেই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বিএনপির প্রার্থী রিটা রহমানকে ধানের শীষ, খেলাফত মজলিসের তৌহিদুর রহমানকে দেয়ালঘড়ি, এনপিপির শফিউল আলমকে আম, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহকে মাছ ও এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে মোটরগাড়ি প্রতীক বরাদ্দ দেন।
এরপর দুপুর আড়াইটায় জাতীয় পার্টির প্রার্থী রাহগির আল মাহী সাদ এরশাদের পক্ষে লাঙ্গল প্রতীক নেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।