কনফারেন্সে যোগ দিতে কাজাখস্তানে স্পীকার
সংসদ প্রতিনিধি / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি The 4th metting of Speakers of the Eurasian Countries Parliaments on the theme Greater Eurasia; Dialouge.Trust.Partnership শীর্ষক কনফারেন্সে অংশ নিতে কাজাখস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
স্পীকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যবৃন্দ হলেন, হুইপ ইকবালুর রহিম এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। উল্লেখ্য কনফারেন্সটি কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২৩-২৪ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. অনুষ্ঠিত হবে।
কনফারেন্স শেষে স্পীকার উগান্ডায় অনুষ্ঠেয় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিবেন। স্পীকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যবৃন্দ হলেন, হুইপ ইকবালুর রহিম এমপি, উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, মো. আবু জাহির এমপি, মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি ও শিরীন আহমেদ এমপি। উগান্ডার রাজধানী কাম্পালায় ২২-২৯ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।
এ সময়ে স্পীকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
কনফারেন্স শেষে স্পীকার আগামী ২৮ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে ।