ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও বাংলাদেশ চমক দেখাচ্ছে : অর্থমন্ত্রী

ভূইয়া আসাদুজ্জামান / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সামাজিক সূচকে সাফল্যের শিখরে থাকা বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও চমক দেখাচ্ছে।
আজ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় আয়োজিত বক্তৃতায় এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি বছরে ডেভেলপমেন্ট আউটলুক অনুসারে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) উচ্চ প্রবৃদ্ধির ক্ষেত্রে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ হবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি।

তিনি বলেন, বর্তমান সরকারের নানা উদ্যোগ ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ফলে বিশ্বব্যাংকের প্রকাশিতব্য ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০২০’ এর তালিকায় সবচেয়ে উন্নতিকারী ২০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।
এছাড়া স্পেকটেটর ইনডেক্স ২০১৯ অনুযায়ী,গত ১০ বছরে মোট ২৬টি দেশের তালিকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে দ্রুততম সময়ে দারিদ্র্য হ্রাসকারী দেশগুলোর মধ্যেও এর অবস্থান শীর্ষে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *