মিজানের কাছ থেকে কোটি টাকার চেক-এফডিআর-অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসায় তল্লাশি চালিয়ে এক কোটি টাকার এফডিআর উদ্ধার করেছে র্যাব।
এর আগে শুক্রবার বিকাল ৪টার দিকে মিজানকে নিয়ে লালমাটিয়ায় তার অফিসে এবং মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাসায় তল্লাশি শুরু করে র্যাব। স্বাক্ষর সম্বলিত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের বেশ কয়েকটি চেক উদ্ধার করা হয়েছে, যেগুলোতে লেখা টাকার অঙ্ক যোগ করে মোট ৬ কোটি ৭৭ লাখ টাকার হিসাব পাওয়ার কথা জানান র্যাব কর্মকর্তারা।
গণমাধ্যমকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, শ্রীমঙ্গল থেকে আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুই লাখ টাকা নগদ উদ্ধার করা হয়।
বাসা থেকে আরও ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।