ফের কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

কানাডার ৪৩তম জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন লিবারেল পার্টি। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে ট্রুডোর ক্ষমতাসীন লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এজন্য ট্রুডোকে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে।

সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩৮ আসনের মধ্যে ১৫৬টি আসন পেয়েছে লিবারেল পার্টি। অন্যদিকে জাস্টিনের মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি অব কানাডা পেয়েছে ১২২টি আসন। এছাড়া ব্লক কুবেকুয়া পেয়েছে ৩২টি, নিউ ডেমোক্রেটিক ২৪টি, গ্রিন পার্টি ৩টি, ইন্ডিপেনডেন্ট ১ টি।

দ্বিতীয়বারের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ট্রুডোর দলের দরকার ছিল ১৭০টি আসন। কিন্তু সেখানে পেয়েছে ১৫৬টি আসন। এতে করে ট্রুডোর দলকে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে বামপন্থি বিরোধীদলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচারণা শেষে সোমবার দেশটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *