পুরো ঘটনাটাই প্রি-প্লান্ট : নাজমুল হাসান পাপন
স্পোর্টস ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে হঠাৎ করেই জাতীয় দলের ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের ডাকা ধর্মঘটকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি নিয়ে বোর্ডের অবস্থান তুলে ধরেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, যেসব দাবি ক্রিকেটাররা সাংবাদিকদের সামনে তুলেছে, তার মধ্যে এমন কিছু নেই যা বিসিবির সামনে তুললে তা পূরণ হতো না। তারপরও কেন তারা তাদের দাবিগুলো বিসিবিকে না বলে সাংবাদিকদের বলতে গেল সেটা বোধগম্য নয়।
বিসিবি সভাপতি আরো বলেন, গ্রাউন্ডসম্যান ও আম্পায়ারদের বেতন আগেই বাড়ানো হয়েছে। ক্রিকেটেররা যখন যা চেয়েছে, সবকিছুই দিয়েছে বিসিবি। তিনি আরো বলেন, বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ ক্রিকেট ভালোবাসে।
বাংলাদেশের ক্রিকেটকে অস্থির করে তুলতেই একটি চক্র এই ষড়যন্ত্র করছে বলে দাবি করেন পাপন। তিনি বলেন, তারা আমাদের কিছু না জানিয়ে মিডিয়ার কাছে গেছে। তারা সফল। আমি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তারা আমার ফোন ধরছে না, কেটে দিচ্ছে। আমাদের সঙ্গে কোনো কিছু আলোচনাও করেনি। তারা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে সফল। পুরো ঘটনাটাই প্রি-প্ল্যান্ড।