ইসরাইলে হামলার পরিকল্পনা করছে ইরান : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

জেরুজালেম, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি এ রাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করায় রোববার ইরানকে অভিযুক্ত করে বলেছেন, তেহরান হামলা চালালে তাদেরকে প্রতিহত করতে সম্ভাব্য সবকিছুই করা হবে। খবর এএফপি’র।

সংঘাতে বিধ্বস্ত সিরিয়া সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নিতানিয়াহু বলেন, ‘আমাদের অঞ্চলে আমাদের বিরুদ্ধে ইরানের আগ্রাসন অব্যাহত রয়েছে।’

তিনি ওই দিন ইসরাইল সফরে থাকা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্কিন জেনারেল মার্ক মিলের সঙ্গে কথা বলেন। এ মার্কিন জেনারেল তার ইসরাইলি প্রতিপক্ষ অঅভিভ কোহাভির সঙ্গে সাক্ষাত করতে তেলআবিব সফরে আসেন।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এ দুই জেনারেল অভিযান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং আঞ্চলিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

ইসরাইলের বর্ধিত গোলান মালভূমি নিয়ে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ‘আমাদের অঞ্চলে ইরানের প্রবেশ প্রতিহত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছি।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *