বাংলাদেশের ইমেজ বহির্বিশ্বে তুলে ধরতে বিদেশী সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশের বর্তমান ইমেজ বহির্বিশ্বে তুলে ধরতে বিদেশী সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। সমস্ত সূচকে বাংলাদেশ আজ অগ্রগতি অর্জন করে পাকিস্তানকে অতিক্রম করছে। এ কারণে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে বলা হয়েছে।
তিনি আজ রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ আহ্বান জানান।
সভায় তথ্য সচিব আব্দুল মালেকসহ ২০টি দেশের ৩৬জন সাংবাদিক অংশগ্রহণ করেন।