বিরাট কঠিন কঠিনতম চরম একটা অভিজ্ঞতা হলো ধর্ষণের শিকার ছাত্রীর: ঢাবি ভিসি

ক্যাম্পাস প্রতিনিধি / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর জীবনে এক চরম অভিজ্ঞতা হয়েছে বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাবি ভিসি বলেন, ‘মেয়েটিকে সেদিন যেভাবে দেখে গিয়েছিলাম, তার চেয়ে অনেক ভালো। ওর মানসিক শক্তি, ওর কথাবার্তা, ও আমার সঙ্গে অনেক সুন্দর সুন্দর কথা বললো। ছোট একটা গল্প বললাম আমি। জীবনে আরেকটা অভিজ্ঞতা, যে এই ১৯ বছর বয়সে ওর পাশবিক একটা বিরাট কঠিন কঠিনতম চরম একটা অভিজ্ঞতা ওর হলো।’

ভিসির এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

৫ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যাওয়ার সময় ধর্ষণের শিকার হন ঐ ছাত্রী। বান্ধবীর বাসা শেওড়া হলেও ভুল করে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাস থেকে নেমে যান।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে গলফ ক্লাব সীমানার শেষ প্রান্তে ঝোপের মধ্যে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মজনু নামের এক ‘সিরিয়াল রেপিস্টকে’ গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাবের দাবি, ওই ছাত্রী গ্রেফতার যুবককে ধর্ষণকারী হিসেবে শনাক্ত করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *