সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে টিউশন ফি কমিয়ে নেয়ার আহ্বান আইনমন্ত্রীর
এম আই লিটন / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে টিউশন ফি কমিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক । সকালে রজধানীর বসুন্ধারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবাগত ছাত্র-ছাত্রীদের স্প্রিং ২০২০ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রগ্রামে প্রধান অতিথি বক্তব্য তিনি এ আহ্বান জানান ।
এ সময় মানস্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সহযোগিতা চেয়েছেন আইন মন্ত্রী। তিনি আরো বলেন শিক্ষার বৈষম্য এখনি কাটেনি সে লক্ষে জোড়ালো কাজ করার পাশাপাশি মানসস্মত শিক্ষা নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহন করছে সরকার বলেও জানান মন্ত্রী।
মেধাবি শিক্ষার্থীদে দিকে শিক্ষক ও পিতা মাতাদের নজর রাখতে বলেন তিনি । গরীব মেধাবি ছাত্র ছাত্রীদের বেশী বেশী বৃত্তি প্রদানের কথাও বলেন আইন মন্ত্রী। টেকশই উন্নয়নে ছাত্র ছাত্রীদের ব্যাপক ভুমিকার প্রযোজন বলেও জানান আইন মন্ত্রী আনিসুল হক ।