রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত জাপান
সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত জাপান
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য জাপান বাংলাদেশকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো।
জাপানি রাষ্ট্রদূত বলেন, জাপান সরকার রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায়। এসময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের নানা দিক তুলে ধরে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থানের কারণে কক্সবাজার অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
মিয়ানমার থেকে বিতাড়িত এই জনগোষ্ঠীর প্রত্যাবাসন বিলম্বিত হলে সামাজিক ভারসাম্য বিনষ্টেরও শঙ্কা করেন সরকার৷ প্রধান।
এরপর একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র দপ্তর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।