বিএনপির কাছে সবই কালো আইন মনে হয় : আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
‘আমরা যে আইন করি না কেন তা-ই বিএনপির কাছে কালো আইন বলে মনে হয়’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি না বুঝেই সরকারের করা আইনকে কালো আইন মনে করে।’
বিভিন্ন স্বায়ত্ত্বশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার জন্য সংসদে যে আইন পাস হয়েছে তাকে কালো আইন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘আপনারা আইনটি আগে পড়ুন, বুঝুন। তারপর মন্তব্য করুন।’
এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে আইনমন্ত্রী ঢাকা থেকে ট্রেনে এসে আখাউড়া রেলস্টেশনে নামেন। পরে মন্ত্রী কসবায় আওয়ামী লীগের বর্ধিতসভায় যোগ দিতে সড়ক পথে রওয়ানা দেন।