করোনাভাইরাসের আর্থিক ক্ষতি পরিমাপ করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ভূইয়া আসাদুজ্জামান / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে কি পরিমাণ চাপ আসতে পারে সে বিষয়ে অবজার্ভ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
করোনাভাইরাসের কারণে দেশ কি পরিমাণ আর্থিক ক্ষতি সম্মুখীন হয়েছে পরিমাপ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে অর্থনীতিতে কোন কোন দিক থেকে চাপ আসতে পারে সেসব দিকে খেয়াল রাখা হচ্ছে। তবে, ১৬ তারিখে আমরা একটা রিপোর্ট পাব।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানি এবং পোশাক রপ্তানি ঝুঁকির বিষয়ে মন্ত্রী জানান, তৈরি পোশাক হঠাৎ কোথায় সোর্সিং করব। সেজন্য সময়ের প্রয়োজন। আমরা লক্ষ্য রাখছি, আশা করছি দ্রুতই বিকল্প বাজার পেয়ে যাব।
বাংলাদেশে যে পরিমাণ রসুনের প্রয়োজন তার ৯০ শতাংশই আসে চীন থেকে। করোনাভাইরাসের প্রভাবে রসুন আমদানি না হওয়ায় বাজারে ইতিমধ্যে রসুনের দাম বেড়ে গিয়েছে- এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, রসুন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের কাঁচামালের বিকল্প উৎস খোঁজা হচ্ছে।’