বান্দরবানে প্রায় ১১ হাজার পরিবার পাবে ১০ টাকায় চাল

ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী

বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ডে রবিবার (৫এপ্রিল) সকাল থেকে শুরু হচ্ছে ১০ টাকা মূল্যে চাল বিতরণ কার্যক্রম। এই নয়টি ওয়ার্ডে ৯টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তালিকাভূক্ত ১০হাজার ৮০০পরিবারের মাঝে এসব চাল বিতরণ করবে সরকার। সপ্তাহের কার্য দিবসের যে কোন দিন প্রতিকেজি ১০টাকা দরে ৫কেজি করে চাল ক্রয় করতে পারবেন তালিকাভূক্ত পরিবার গুলো।

তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে দ্রুত সময়ে ওয়ার্ড কাউন্সিলের সাথে যোগাযোগ করতে বলেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম হোসেন। প্রিয় বান্দরবানবাসী সম্বোধন করে তার ‘এডিসি শামীম হোসেন রেজা’ নামের ফেসবুক আইডি থেকে এ অনুরোধ জানান তিনি। গতকাল (বৃহস্পতিবার) রাত পৌঁনে ৯টায় এ পোষ্ট দেন তিনি।

তার পোষ্টে তিনি নিম্ন আয়ের পেশাজীবী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে বিশেষত রিক্সা, সিএনজি চালক মোটর শ্রমিক নির্মাণ শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, দিনমজুরসহ অন্যান্য নিম্ন আয়ের পরিবারগুলোকে নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলের সাথে অতিসত্ত্বর যোগাযোগ করার জন্য বলেন এবং বার্তাটি সকলের আশেপাশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। তিনি তার পোষ্টে বান্দরবান জেলা প্রশাসকের বরাত দিয়ে অতিদ্রুত সময়ে সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতার সাথে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের তালিকা প্রস্তুত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা (অতিরিক্ত দায়িত্ব) দৈনিক সচিত্র মৈত্রীকে জানান, সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবারে তালিকাভূক্ত পরিবারে প্রতিকেজি ১০টাকা ধরে ৫কেজি চাল দেয়া হবে। এসুবিধার আওতায় পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে এক হাজার ২০০ করে ১০ হাজার ৮০০শ পরিবার এ সুবিধা পাবেন। প্রত্যেক পরিবারকে সাপ্তাহে ৫কেজি করে চাল দেয়া হবে।

বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী দৈনিক সচিত্র মৈত্রীকে জানান, বরিবারে (৫এপ্রিল) চাল বিতরণের লক্ষ্যে আমরা কাজ করছি। আমার পৌর প্যানেলের সকল কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। আশা করি রবিবারের মধ্যে ১০টাকা দরে চাল বিতরণের কাজ শুরু করতে পারবো ইন শা আল্লাহ।

মৈত্রী/ এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *