১০ হাজার পরিবারকে বীর বাহাদুরের মানবিক সহায়তা

বান্দরবান :  করোনা প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের কাটছে অনিশ্চিত জীবন। এমন ১০ হাজার পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

রোববার (০৫ এপ্রিল) সকালে শহরের হিল ভিউ কনভেনশন সেন্টারের সামনে থেকে সাত উপজেলার ৩৩টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে এ মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। এসময় বান্দরবান ও লামা পৌরসভায় ১৮ শ পরিবারকে এবং সাত উপজেলার প্রতিটি ইউনিয়নের ২০০ পরিবারের জন্য এ মানবিক সহায়তা প্রদান করা হয়। ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ।

বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি’র নেতৃত্বে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে গড়া ফান্ড হতে আমাদের পৌরসভাসহ জেলার ২ পৌরসভা ও ৭উপজেলা ও ৩৪ ইউনিয়নে ১০প্যাকেট আমরা গ্রহণ করেছি। উক্ত ত্রাণ আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন জেলা পরিষদকে নগদ ১ কোটি ৫০ লাখ টাকা ও ৬০০ মেট্রিকটন খাদ্য সামগ্রী বরাদ্দ দেন পার্বত্য মন্ত্রী। এছাড়াও করোনা সঙ্কট মোকাবেলায় প্রশাসনের পড়্গ ৭ উপজেলায় ১৪৭ মেট্রিক টন চাল নগদ ১০ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

এদিকে রবিবার সকাল থেকে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে খোলা বাজারে ওএমএস চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এতে পরিবার প্রতি ১০ টাকা করে ৫ কেজি চাল কিনতে পারবে এবং প্রতি পরিবার সপ্তাহে একবার কিনতে পারবে। প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত এ চাল বিক্রয় কার্যক্রম চলবে। আগামী ৩ শে জুন এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, করোনা প্রভাবে বান্দরবানের অবস্থা সম্পর্কে সিভিল সার্জন ডাক্তার অং শৈ প্রু বলেন, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে থাকা ১৬০ জন ব্যক্তির মধ্যে ৭৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সাত উপজেলায় ৭টি আইসোলেশন স্টোর প্রস্তত রাখা হয়েছে। সাধারণ মানুষকে মোবাইল ফোনে চিকিৎসা সেবা দেয়ার জন হটলাইন সার্ভিস চালু করা হয়েছে।

মৈত্রী/ এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *