চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দশ
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী
চট্টগ্রাম : বন্দর নগর চট্টগ্রাম আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আরও ৭৯ জনের করোনা পরীক্ষা করে তিনজনের দেহে রোগটি পাওয়া গেছে। ৎ
শনিবার সন্ধ্যায় (১১ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির।
আক্রান্ত তিনজনের মধ্যে পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার বাসিন্দার বয়স ৫০, সাতকানিয়া আলী নগরের ইছামতি এলাকার বাসিন্দার বয়স ৬৯ এবং লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ির বাসিন্দার বয়স ৩২ বছর।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, লক্ষীপুরের বাসিন্দা আক্রান্ত ব্যক্তি চট্টগ্রামে থাকেন না। তিনি রামগঞ্জে থাকেন। সেখান থেকে নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি পরীক্ষা করা হয়েছে।
চট্টগ্রামে এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জন।
মৈত্রী/ এএ