অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম : ভারতে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দুই ব্যক্তিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। পেশায় রাজমিস্ত্রী ওই দুই বাংলাদেশী নাগরিক হলেন পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশঁজানি গ্রামের সোহরাবের পুত্র শামীম হোসেন এবং হামিদুলের পুত্র শাহজালাল।
জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাতে সীমান্তের কাঁটাতার বিহীন জিরো পয়েন্টে অবস্থিত ভারতের দীঘলটারী গ্রামের নাগরিক নাজিরের বাড়ির সামন থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। রাতের বেলা কেন তারা জিরো পয়েন্টে গিয়েছিল এমন প্রশ্নে স্থানীয়দের কেউ কেউ জানান, নাজির তার বাড়ির গেইট বানাতে তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল। আবার অনেকেই জানান, পরিকল্পিত ভাবে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
একটি সূত্র জানায়, বিজিবি বিএসএফের সাথে বৈঠকের মাধ্যমে ওই দুই বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলিয়ে যাচ্ছে।
মৈত্রী/এফকেএ/এএ