উন্মোচিত হলো ভাস্কর্য “আলোকবর্তিকা”

বেনজীর ইকবাল, রংপুর প্রতিনিধি : রংপুর নগরির শালবন এলাকার ইন্দ্রার মোড়ে বেগম রোকেয়ার অবয়ব ভাস্কর্য “আলোকবর্তিকা” উন্মোচন করা হয়েছে। ভাস্কর্যটির ভাস্কর অনীক রেজা নিজেই এটি উন্মোচন করেন। এ সময় সেখানে কোন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন না। বেগম রোকেয়া কলেজের কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।

ভাস্কর্যটির কাজ শুরু হয় প্রায়ত সিটি মেয়র সরফুদি্দন ঝুন্টু এর সময়। যদিও সে সময় শুধু বেদি পর্যন্ত তৈরি হয়েছিল। এর পর মুখ থুবরে পরে নির্মান কাজটি। পরবর্তিতে সিটি কর্পোরেশন ১৫ লক্ষ টাকা ব্যয় করে মাটি থেকে ২০ ফুট উচ্চতার এ ভাস্কর্যটির নির্মান কাজ সম্পন্ন করে। আজ বুধবার বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লেখক রেজাউল করিম মুকুট, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, কবি ও অধ্যাপক শাহ সুলতান তালুকদার, সহকারী অধ্যাপক আজাহার আলী দুলাল সহ আরো অনেকে। ভাস্কর্যটির বেদিতে বেগম রোকেয়া রচিত কিছু গ্রন্থের নাম ও তার কিছু বাণী লেখা হয়েছে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: