ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চর ভূরুঙ্গামারী বাজারে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই এজেন্ট ব্যাংকের উদ্বোধন করেন।
এজেন্ট ব্যাংকিং আউটলেটটি ভূরুঙ্গামারী শাখার অধীনে ও মেসার্স জুনাইদ এন্টারপ্রাইজের তত্বাবধানে পরিচালিত হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ভূরুঙ্গামারী শাখার ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট একেএম মাজাহারুল ইসলামের সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী ও ইসলামী ব্যাংক সোনাহাট স্থলবন্দর উপ-শাখা ইনচার্জ প্রিন্সিপাল অফিসার রকিবুল হাসান। ইসলামী ব্যাংকের সহকারি কর্মকর্তা মাহফুজুর রহমান, এজেন্ট মেসার্স জুনাইদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিপন সহ স্থানীয় পেশাজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট একেএম মাজাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘ইসলামী ব্যাংক একটি কল্যাণমুখী ব্যাংক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে ইসলামী ব্যাংকিং সেবা পৌঁছে দেয়াই এ ব্যাংকের লক্ষ্য। মানুষকে সুদের অভিশাপ থেকে মুক্ত করার জন্য ইসলামী ব্যাংক কাজ করছে। তিনি ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।’
মৈত্রী/এফকেএ/এএ