কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ডিপোজিট ফর আখিরা’র অর্থায়নে ও মানবকল্যাণ ছাত্র সংগঠন-কুড়িগ্রাম এর সার্বিক সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়।
১১০টি বন্যার্ত পরিবারে শুকনো খাবার ও নিত্য প্রয়োজনিয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা।
কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনো বন্যার পানিতে তলিয়ে রয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘর-বাড়ি। এবারে জেলার ৫০টি ইউনিয়নের ২শ ৮৫টি গ্রাম প্লাবিত হয়।
সরকারী হিসেবে পানিবন্দি হয় সোয়া লাখ মানুষ। দীর্ঘ সময় ধরে পানিবন্দি থাকায় এসব মানুষজন যখন শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে ঠিক সেই সময় বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে মানবকল্যাণ ছাত্র সংগঠন-কুড়িগ্রাম।